সিলেট-তামাবিল সড়কে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক পরিষদের ডাকে সিলেট-তামাবিল মহাসড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ৯ জুলাই রোববার বিকেলে এ ঘোষণা দিয়ে কর্মসূচি শুরু করেছেন পরিষদ নেতারা।এরআগে জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় সিলেট-তামাবিল মহাসড়কে বাস-মিনিবাস বন্ধের ঘোষণা দিয়েছিল বৃহত্তর জৈন্তার ১৭ পরগণার সালিশ সমন্বয় কমিটি। অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাইয়ের দাবিতে শনিবার রাতে জরুরী বৈঠক শেষে কমিটি এ ঘোষণা দেয়। উপজেলার দরবস্ত বাজার মসজিদে এই বৈঠক হয়। মূলত এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট পরিবহন মালিক-শ্রমিক পরিষদ। ১০ জুলাই সোমবার থেকে এই ধর্মঘট চলবে বলে জানানো হয়েছিল। ঘোষণা অনুযায়ী ধর্মঘট চলছে। এদিকে রোববার বাস চলতে না দেয়ায় জৈন্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক পরিষদ।
জৈন্তাপুর থেকে সংবাদদাতা জানান, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাইয়ের দাবিতে সিলেট-তামাবিল মহাসড়কে সব ধরণের বাস-মিনিবাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগণার সালিশ সমন্বয় কমিটি। জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে বাসচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহতের জেরে সিলেট-তামাবিল সড়কে রোববার সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
সালিশ কমিটির সিদ্ধান্তের বিষয়ে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি কামাল আহমেদ বলেন, ‘শুনেছি পরিবহন নেতারা ধর্মঘট ডেকেছেন। এ বিষয়ে পরে কথা বলবো।সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল হক বলেন, ‘সোমবার থেকে শ্রমিক-মালিক যৌথভাবে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। এদিন সকাল থেকে সিলেট-তামাবিল সড়কে কোনও ধরণের যানবাহন চলবে না। এছাড়া আমরা একটি অভিযোগ জৈন্তাপুর থানায় দিয়েছি। সেই অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করার পাশাপাশি আসামিদের গ্রেফতার না করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে। একই সঙ্গে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিতে হবে।’