সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট-এর শতবর্ষ উদযাপনের লক্ষ্যে কমিটি গঠন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ শতাব্দী প্রাচীন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট-এর (১৯২৩-২০২৩) শতবর্ষ উদযাপন এবং শতবর্ষীয় শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।সম্প্রতি এই অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের কয়েকজন ইন্সটিটিউট-এর অধ্যক্ষ বরাবরে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট বৃহস্পতিবার ইন্সটিটিউট-এর একাডেমিক কাউন্সিল ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় প্রাক্তন শিক্ষার্থী শাহ মোঃ হারুন অর রশীদ চিশতিকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট ‘শতবর্ষ উদযাপন পরিষদ-২০২৩’ নামে স্বল্প পরিসরে একটি কমিটি গঠন করা হয়।গঠিত আহবায়ক কমিটির পরিসর বৃদ্ধি এবং বিভিন্ন কর্মসূচি প্রণয়নের নিমিত্ব আগামী ১৯ আগস্ট শনিবার সকাল ১১টায় ইন্সটিটিউট মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃহৎ পরিসরে এক সভা আহবান করা হয়েছে। এতে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট-এর সকল প্রাক্তন শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবায়ক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

You might also like