সিলেট বিভাগ হার্ট অ্যাসোসিয়েশন-এর নতুন কমিটি গঠন

সিলেট অফিস 
সত্যবাণী
সিলেটে হৃদরোগ বিশেষজ্ঞদের একমাত্র সংগঠন সিলেট হার্ট অ্যাসোসিয়েশন এর প্রথম পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত বুধবার দুপুরে নগরির একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সিলেট বিভাগের কর্মরত হৃদরোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে সভায় সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে অধ্যাপক ডাঃ সুধাংশু রঞ্জন দে এবং সাধারণ সম্পাদক পদে ডাঃ এসএম হাবিবউল্লাহ সেলিম নির্বাচিত হয়েছেন। সংগঠনের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন অধ্যাপক ডাঃ আমিনুর রহমান লস্কর, অধ্যাপক ডাঃ খালেদ মহসিন,অধ্যাপক ডাঃ কেএম আখতারুজ্জামান, অধ্যাপক ডাঃ মুহম্মদ শাহাবুদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোখলেসুর রহমান,সাংগঠনিক সম্পাদক ডাঃ আজিজুর রহমান রোমান, সায়েন্টিফিক সেক্রেটারি অধ্যাপক ডাঃ আয়েশা রফিক চৌধুরী,কার্যকরী সদস্য অধ্যাপক ডাঃ শিশির কুমার বসাক, অধ্যাপক ডাঃ দেবাশীষ পাল, ডাঃ অজয় কুমার দত্ত, ডাঃ সাকির আহমেদ শাহিন, ডাঃ শোয়াইব আহমেদ, ডাঃ ইকবাল আহমেদ ও  ডাঃ ফারজানা তাজিন।
নবগঠিত কমিটি আগামী জুলাই মাসের মধ্যে নতুন সদস্য সংগ্রহ ও ২০২৪-২৫ মেয়াদে কার্যকরী কমিটি ঘোষণা করবেন। সোসাইটির অনেক সদস্য হজ্বে যাওয়ায় ও দেশের বাইরে থাকার পরেও সিলেটের বিভিন্ন জেলায় কর্মরত ২৯ জন হৃদরোগ বিশেষজ্ঞ সাধারণ সভায় উপস্থিত ছিলেন। সাংগঠনিক সম্পাদক ডাঃ আজিজুর রহমান রোমান’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ সুধাংশু রঞ্জন দে। সাধারণ সম্পাদক ডাঃ এসএম হাবিবউল্লাহ সেলিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপস্থিত সদস্যবৃন্দ।

You might also like