সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে সদর দক্ষিণ নাগরিক কমিটি অভিনন্দন’

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ গত ১৮ জুলাই মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (্একনেক)-এর সভায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের নির্ধারিত স্থানে নির্মাণাধীন ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট’ নামে নতুন নামকরণ এবং প্রকল্প অনুমোদন করায় দক্ষিণ সুরমাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। গত রোববার রাতে নগরির স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘স্টিয়ারিং কমিটি’র বর্ধিত সভার প্রস্তাবে এ অভিনন্দন জানানো হয়। সভার প্রস্তাবে আগামী সাধারণ নির্বাচনের পূর্বে নির্মাণাধীন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’র নির্মাণকাজ শুরু করার জন্যও জোর দাবি জানানো হয়েছে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সিলাম ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মকবুল হোসেন মাখন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, আবদুল মালেক তালুকদার, আলহাজ্ব ফরিদুর রহমান, শাহ আহমদুর রব, শেখ লায়েক মিয়া, ছয়েফ খান, নুরুল ইসলাম সুমন, নজরুল হোসেন, আব্দুল ওয়াহিদ, এমএইচ নিজাম, সেলিম আহমদ শেমিম, শাহ এখলাছ মিয়া, খলিল মিয়া প্রমুখ।সভায় সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নির্বাহী কমিটি গঠনের পূর্বপর্যন্ত অন্তবর্তী দায়িত্ব পালনের জন্য ২৫ সদস্য বিশিষ্ট একটি এ্যাডহক কমিটি গঠন করা হয়। এ্যাডহক কমিটি পরবর্তী ৯০ দিনের মধ্যে সংগঠনের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের ব্যবস্থা করবে। এ্যাডহক কমিটির আহবায়কের দায়িত্ব দেয়া হয়েছে আলহাজ্ব সৈয়দ মকবুল হোসেন মাখনকে এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আজম খান। এ্যাডহক কমিটির সদস্য হিসেবে রয়েছেন আলহাজ্ব গোলাম হাফিজ লোহিত, আলহাজ্ব আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, আলহাজ্ব গোলাম কিবরিয়া হিরা, চঞ্চল মাহমুদ ফুলর, আলহাজ্ব আব্দুল আহাদ, আবদুল মালেক তালুকদার, আলহাজ্ব ফরিদুর রহমান, শাহ আহমদুর রব, জাহাঙ্গীর খান, শেখ লায়েক মিয়া, দিলওয়ার হোসেন রানা, ছয়েফ খান, নুরুল ইসলাম সুমন, নজরুল হোসেন, আলহাজ্ব আব্দুস ছত্তার, আব্দুল ওয়াহিদ, হাজী ফুল মিয়া, সেলিম আহমদ শেমিম, এমএইচ নিজাম, শাহ এখলাছ মিয়া, খলিল মিয়া ও শ্যামল চন্দ্র নাথ।নবগঠিত এ্যাডহক কমিটির প্রথম সভা আগামী ৩ সেপ্টেম্বর রোববার বাদ মাগরিব স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

You might also like