সিলেট শিক্ষা বোর্ডে বঙ্গবন্ধু রচিত বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ জাতীয় শোকদিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বই বিতরণ অনুষ্ঠান সোমবার শিক্ষা বোর্ড মিলনায়তনে সম্পন্ন হয়। দিবস উপলক্ষে সরকারি নির্দেশনার অনুবৃত্তিক্রমে শিক্ষা বোর্ড এ উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি কলেজকে বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ নামক ৩ টি বইয়ের ১,২৬০ কপি বিতরণ করা হয়। জাতীয় শোকদিবস উদযাপন কমিটির আহবায়ক, শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার। এতে অন্যদের মধ্যে শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. কবির আহমদ, এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতি নিরঞ্জন সিংহ, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ বক্তব্য রাখেন।