সিলেট সার্কিট হাউজ এলাকায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট নগরির সার্কিট হাউজ ও কিনব্রিজ এলাকায় অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। ২৮ মে রোববার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মানের নেতৃত্বে অভিযানে অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে ৫টি গাড়িকে জরিমানা ও ২টি গাড়িকে রেকার করা হয়।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মান বলেন, সার্কিট হাউজ ও কিনব্রিজ এলাকায় গাড়ি পার্কিং না করতে আগেই নির্দেশনা ছিলো। সেই নির্দেশনা কার্যকরে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার বিকেলে অভিযান চালানো হয়েছে।তিনি জানান, অভিযানে অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে ৫টি গাড়িকে ৮ হাজার টাকা জরিমানা ও ২টি গাড়ির মালিক না পাওয়াতে রেকার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও গণমাধ্যমকে জানান ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মান। নগর পুলিশের কোতয়ালি থানার একটি টিম অভিযানে সহায়তা করে।

You might also like