সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র প্রার্থী হতে আ’লীগের মনোনয়ন কিনলেন ৫ জন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। ৯ এপ্রিল রোববার সকালে দলীয় সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু করেন দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। বেলা আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট সিটির মেয়র হতে ইচ্ছুক আ’লীগের ৫ নেতা দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে।তারা হলেন, যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, নগর আ’লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর ও নগর আ’লীগের যুগ্ম-সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু। আ’লীগের একটি সুত্র এসব তথ্য নিশ্চিত করেছে।সূত্র জানায়, আনোয়ারুজ্জামান চৌধুরী নিজে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আর আসাদ উদ্দিন আহমদের পক্ষে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, অধ্যাপক জাকির হোসেনের পক্ষে নগর আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক দেওয়ান সুবহান দিপন এবং আজাদুর রহমান আজাদের পক্ষে জেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ ও প্রমথ রঞ্জন তালুকদার মনোনয়ানপত্র সংগ্রহ করেন। এছাড়া আরমান আহমদ শিপলু নিজে সংগ্রহ করেছেন দলীয় মনোনয়নপত্র।উল্লেখ্য, ৯ এপ্রিল রোববার থেকে ১২ এপ্রিল বুধবার প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে এ আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

You might also like