সিলেট-সুনামগঞ্জ সড়কে বাড়ল বাস ভাড়াঃ জন প্রতি ২০ টাকা
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বিভিন্ন সড়কে বাড়ছে বাসভাড়া। সিলেট-সুনামগঞ্জ রুটে ভাড়া ২০ টাকা বাড়ানো হয়েছে। বাড়তি ভাড়া গুনতে গিয়ে চাপের মুখে পড়ছেন সাধারণ মানুষ। ।শনিবার সকাল থেকে এই বাড়তি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। সিলেট জেলা বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে এই তথ্য।সিলেট-সুনামগঞ্জ রুটে বাসভাড়া আগে ছিল ১২০ টাকা। এখন ১৪০ টাকা করে দিতে হচ্ছে যাত্রীদের। সিলেট থেকে দিরাই রুটে ১৪০ টাকার ভাড়ায় এখন বাড়তি ২০ টাকা যোগ করে ১৬০ টাকা প্রদান করছেন যাত্রীরা।সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, ‘জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বাধ্য হয়ে বাসভাড়া বাড়াতে হচ্ছে।তিনি বলেন, ‘আপাতত সিলেট-সুনামগঞ্জ রুটে বাসভাড়া বেড়েছে। সিলেট থেকে হবিগঞ্জ রুটে আজ আগের ভাড়াতেই বাস চলছে। তবে এ রুটেও ভাড়া বাড়বে।