সিসিকে স্টিলের পাইপ পড়ে নিহত সেনা সদস্য

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট সিটি কর্পোরেশনের বিল্ডিংয়ের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে নিহত হয়েছেন এক সেনা সদস্য।নিহত সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মো. দেলওয়ার হোসেন, ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী, ১৭ ডিভিশন, সিলেট-এর সদস্য। তার বাড়ী মেহেরপুর জেলার রাংনি থানার জগিরগোফার রায়পুর গ্রামে এবং তার স্ত্রী ও ১ পুত্র সন্তান রয়েছে। ৩ জুন শনিবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। সিসিক সুত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন বিল্ডিংয়ের ১২তলার ছাদ থেকে হঠাৎ করেই একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভিতরে এক পথচারীর মাথায় এসে পড়ে। সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থলে উপস্থিত সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, অনাকাংখিত এই ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আর যাতে এ রকম ঘটনা না ঘটে সে ব্যবস্থা নেয়া হবে।এসএমপি’র কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দূর্ঘটনাস্থলে গিয়েছি। তবে এরআগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠিয়ে দেন।

You might also like