সিসিক নির্বাচন:অনুকূল প্রাকৃতিক পরিবেশে সিলেটে অনুষ্ঠিত হলো ভোট উৎসব

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ শঙ্কা ছিল খুব। এর কারণও ছিল। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেট নগরির জনজীবন প্রায় অচল হয়ে পড়েছিল। স্বাভাবিক কারণে বুধবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অফিস। তবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বৃষ্টি ঝরেনি। অনুকূল প্রাকৃতিক পরিবেশেই ভোটাধিকার প্রয়োগ করছেন নগরির নাগরিকরা ভোটারা।
সকাল থেকেই আকাশ গুমড়া। যখন-তখন বৃষ্টি নামতে পারে- এমন একটা আশঙ্কায় প্রস্তুতি নিয়েই বেরিয়েছেন অনেক ভোটার। কেউ কেউ অপেক্ষায় ছিলেন। আগে দেখি বৃষ্টির ভাবগতি। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ১২টার দিকে একবার কিছু সময়ের জন্য রোদের দেখাও মিলেছিল। তবে এরপর থেকে রোদ না থাকলেও বৃষ্টি ঝরেনি। বেশ ভালো পরিবেশে সিলেটে চলছে ভোট উৎসব। তাছাড়া এবারই প্রথম ইভিএম-এ ভোট হচ্ছে সিলেটে। শঙ্কা এই মেশিন নিয়ে থাকলেও শেষ পর্যন্ত ২/১ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন খারাপ খবর পাওয়া যায়নি। বরং ভোটারদের সাথে আলাপকালে তারা জানিয়েছেন, এটা বেশ সহজ এবং ভালো। দ্রুত ভোট দিয়েই ফিরেছি আমরা।ভোটার উপস্থিতি, ভোটাধিকার প্রয়োগ, অনুকূল আবহাওয়া, মোটামুটি সিলেটের ভোট উৎসবে প্রার্থীরা যেমন সন্তোষ প্রকাশ করছেন, তেমনি ভোটার এবং নির্বাচন কমিশনের লোকজনও।

You might also like