সিসিক নির্বাচন:আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ ম্যাজিস্ট্রেট নিয়োগ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোট গ্রহণের আগে ও পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের আগে ২দিন, ভোটের দিন ও ভোটের পরের ২দিন এই ৫দিনের জন্য তাদের নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. আব্দুছ সালামের সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬ তে উল্লেখিত বিধি ৭২, ৭৪, ৭৫, ৭৬, এবং ৭৭-এর উপ-বিধি (১) ও ৭৮ এর অধীন নির্বাচনী অপরাধসমূহ দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর সেকশন ১৯০ এর সাবসেকশন ১-এর অধীনে আমলে নেয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্তে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আবশ্যক। এজন্য, সিলেট সিটিতে ১৪জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

You might also like