সিসিক নির্বাচন:নাশকতার আশঙ্কায় এমসি ও সরকারি কলেজের ছাত্রাবাস বন্ধ চান লাঙ্গলের প্রার্থী বাবুল

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ভোটের দিন সিলেটে সহিংসতার আশঙ্কা করছেন জাপার মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তাঁর অভিযোগ, সিলেটের এমসি ও সরকারি কলেজের ছাত্রাবাসে প্রতিপক্ষ প্রার্থী সন্ত্রাসী বাহিনী জড়ো করছেন সহিংসতা ঘটানোর জন্য।এজন্য ভোটের দিন এ দু’টি ছাত্রাবাস বন্ধ রাখতে সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি । ১৭ জুন শনিবার তিনি এ অভিযোগপত্র জমা দেন।অভিযোগে লাঙ্গলের প্রার্থী বাবুল উল্লেখ করেন-‘বিশ্বস্থ সুত্রে জানতে পেরেছি ২১জুন বুধবার অনুষ্ঠিতব্য সিসিক নির্বাচনের ভোটকেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোট প্রদানের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার জন্য আমার প্রতিপক্ষ প্রার্থী কিছু ভাড়াটিযা গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে সিলেট এমসি কলেজ ও সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাসে জড়ো করছেন। আমার আশঙ্কা, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার জন্য প্রতিপক্ষ এ ধরণের অপকর্মে লিপ্ত। এমতাবস্থায় নির্বাচনের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উল্লেখিত ২ ছাত্রাবাস ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ রাখা প্রয়োজন।’

অভিযোগের বিষয়ে জানতে সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়ছল কাদেরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।আঞ্চলিক কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ গণমাধ্যমকে জানান, এই অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার টেবিলে। তিনি এই মুহুর্তে অফিসে নেই।এদিকে, অভিযোগের অনুলিপি মেয়র প্রার্থী বাবুল সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবরেও দাখিল করেছেন। এ বিষয়ে এসএমপি কমিশনার মো. ইলিয়াস শরীফ (বিপিএম-বার, পিপিএম) শনিবার বিকেলে গণমাধ্যমকে বলেন, অভিযোগটি এখনো আমি পাইনি। যদি পাই তবে অবশ্যই তদন্তসাপেক্ষে বিহীত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You might also like