সিসিক নির্বাচন নির্বাচিত হলে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়ানো হবে :আনোয়ারুজ্জামান
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আ’লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটে ব্যবসায়ীদের সব অসুবিধা দূর করার পাশাপাশি তাদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে। নৌকার জয় নিশ্চিত হলে যাবতীয় অশান্তির কারণ দূর করে সবক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো। আপনাদের সেবক হয়ে কাজ করার সুযোগ চাই। তাই আগামী ২১ জুনের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিন।১২ জুন সোমবার দুপুর ১২টায় নগরির দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।সভায় তিনি আরও বলেন, সিলেটের ব্যবসায়ীরা নানা সমস্যায় জর্জরিত। তাদের সবগুলো সমস্যা সম্পর্কে আমি অবগত। এ নিয়ে আমি ব্যাপক কাজ করছি। সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলাপ করছি। সমস্যাগুলো জানার পাশাপাশি তা সমাধানের উপায় নিয়েও কাজ করছি। ইনশাল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়ে নগর ভবনে যেতে পারলে সবগুলো সমস্যা অবশ্যই সমাধান করা হবে। আমি আপনাদের ভালোবাসা চাই।
এর আগে ও পরে তিনি বাবনা পয়েন্ট এলাকায় গণসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বাসিন্দাদের সঙ্গে একান্ত কথা বলেন ও লিফলেট বিতরণ করেন।এ সময় ব্যবসায়ী ও শ্রমিক নেতারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে খোলামেলা কথা বলেন। তারা জলাবদ্ধতা, সিটি করপোরেশনের ট্যাক্স হ্রাসকরণ বিষয়ে তার মনোযোগ আকর্ষণ করেন।তিনি খুব গুরুত্বসহকারে তাদের বক্তব্য শোনেন এবং সবার ভালোবাসায় নৌকা নির্বাচিত হলে আলাপ-আলোচনার ভিত্তিতে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগ ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল মুহিম, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি শাহ মো. দিলওয়ার, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম ছাড়াও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিয়নের মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।