সিসিক নির্বাচন:বর্ষণ মাথায় শেষ মুহুর্তের প্রচারণায় মুখর সিলেট

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিসিক নির্বাচন সামনে রেখে ১৯ জুন সোমবার চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা ও গণসংযোগ।২ জুন প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিদ্বন্ধী প্রার্থীদের বিরামহীন প্রচারণা চালাচ্ছেন।১৯ জুন সোমবার মধ্যরাতে থামবে ১৮ দিনের এই নির্বাচনী প্রচার প্রচারণা।শেষ সময়ে তাই উত্তাল হয়ে উঠেছে সিলেট।প্রতিদ্বন্ধী প্রার্থীদের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে নগরির প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলি। মেয়র প্রার্থী নিয়ে তেমন উত্তাপ না থাকলেও কাউন্সিলরদের প্রচার-প্রচারণায় উৎসবের আমেজ বিরাজ করছে। সোমবার সকাল থেকেই তাই সরগরম হয়ে উঠেছিল সিলেট। পাড়া-মহল্লায় বইছে প্রচার প্রচারণার উত্তাল ঢেউ।সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করেই চলছে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলদের গণসংযোগ৷ দুপুর থেকে শুরু হয়েছে শেষদিনের মাইকিং ও প্রচার মিছিল। এরপর রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিতরণের কাজ চলবে জোরেশোরে।

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুত্রে জানা যায়, সোমবার মধ্য রাত থেকেই প্রচার প্রচারণা শেষ হবে। ২০ জুন মঙ্গলবার সকাল থেকে কেন্দ্র কেন্দ্রে ভোটগ্রহণ সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হবে। সিসিক নির্বাচনে এবার আ’লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল)সহ মোট ৮জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ায় মাঠে রয়েছেন ৭জন প্রার্থী।এছাড়াও ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭২জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৭জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।আগামী ২১ জুন বুধবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সিসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া সকল ভোটকেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা। যা দিয়ে কমিশন ভোট পর্যক্ষেণ করবে।সিটি কর্পোরেশনের সাবেক ২৭টিসহ বর্তমান ওয়ার্ড সংখ্যা ৪২টি। ৭৯ দশমিক ৫০বর্গ কিলোমিটার আয়তনের এই নগরিতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার রয়েছেন ৬ জন। সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি, যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫টি।

You might also like