সিসিক নির্বাচন:ব্যানার-ফেস্টুন আর মাইকিংয়ে সরগরম নগরি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হাতে গোনা আর ১৬ দিন পরেই অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন।ভোটের প্রচারে জমে উঠেছে হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র স্মৃতি বিজড়িত এই পূণ্যভূমি। প্রতীক নিয়ে পুরোদমে নির্বাচনের মাঠে নেমেছেন প্রার্থী ও কর্মী-সমর্থকরা। চলছে মিছিল-মিটিং ও পথসভা। প্রচার-প্রচারণা, ব্যানার-ফেস্টুন আর মাইকিংয়ে এখন সরগম সিলেট নগরি।২ জুন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। নগরজুড়ে সাঁটানো হচ্ছে ব্যানার ও ফেস্টুন। চলছে মাইকিংও। বিজয় নিশ্চিতে মরিয়া প্রার্থীরা। নানাভাবে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। অলিগলিসহ সর্বত্র মিছিলে-মিছিলে মূখরিত পুরো নগরি। এ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও ক্ষমতাসীন আ’লীগ ও সংসদের বিরোধীদল জাতীয় পার্টি প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ মাওলানা মাহমুদুল হাসানও রয়েছেন আলোচনায়।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন আ’লীগের নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাপার লাঙ্গলের প্রার্থী নজরুল ইসলাম বাবুল ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ (ঘোড়া), মো. শাহজাহান মিয়া (বাসগাড়ি) এবং ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট)।এদিকে ৪ জুন রোববার দুপুর সাড়ে ১২টায় নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নগরির কাজলশাহ এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি স্মাট সিলেট নগরির গড়তে ভোট প্রার্থনা করেন।অপরদিকে একই সময়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল নগরির কালীঘাট এলাকায় গণসংযোগ করেন। সেখানে তিনি নগরিকে একটি নান্দনিক অবস্থাতে রূপান্তর করার ঘোষণা দিয়ে বলেন, এই নগরবাসী অনেকদিন বঞ্চণার স্বীকার হয়েছেন। উন্নয়নের ফাঁকা বুলিতে আর এই নগরবাসীকে ভুলানো যাবেনা। এবারের নির্বাচনে লাঙ্গল প্রতীকের জোয়ার উঠেছে। কোন ষড়যন্ত্রই এ বিজয়কে রুখতে পারবে না।শহরকে সুন্দর করে সাজানোর আধুনিক পরিকল্পনা রয়েছে জানিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, আমি যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে সিলেট শহরকে উন্নত বিশ্বের আদলে একটি পরিপূর্ণ আধুনিক উন্নত নগরি হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, সিসিক নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে মোট ৭ জন মেয়র এবং ৩৭২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

You might also like