সিসিক নির্বাচন:সিলেটে যে ওয়ার্ডে যেদিন ইভিএম প্রদর্শনী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিসিক নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে যাতে ভোটাররা কোন দ্বিধা ছাড়াই ভোট দিতে পারেন, সেজন্য সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে প্রচারণা চালানো হচ্ছে। ১৩ জুন মঙ্গলবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন গণমাধ্যমকে জানান, প্রচারণায় ইভিএমে ভোট দেয়ার পদ্ধতি সম্পর্কে নগরির ৪২ ওয়ার্ডের সাধারণ ভোটারদের অবহিত করা হচ্ছে। নি¤েœ সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের ৪২ ওয়ার্ডে ইভিএম প্রদর্শনীর সময়সূচি দেয়া হলোঃ-
১৩ জুন ১নং ওয়ার্ডের দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডের চৌকিদেখী বাজার, বাদামবাগিচা, ৭নং ওয়ার্ডের জালালাবাদ আবাসিক এলাকা মসজিদ সংলগ্ন এবং সুবিদবাজার পয়েন্ট, ১৩নং ওয়ার্ডের জিতু মিয়া পয়েন্ট (কাজির বাজার ব্রীজের পাশে), ১৬নং ওয়ার্ডের তাঁতীপাড়া ও নয়াসড়ক পয়েন্ট, ১৯নং ওয়ার্ডের দপ্তরিপাড়া পয়েন্ট (মনিরের দোকানের পাশে), ২২নং ওয়ার্ডের উপশহর এবিসি পয়েন্ট, ২৫নং ওয়ার্ডের খোজারখলা মারকাজ পয়েন্ট ও কায়স্থরাইল জামে মসজিদ সংলগ্ন পয়েন্ট, ২৮নং ওয়ার্ডের মোহাম্মদ মকন হাইস্কুল ও কলেজ, গোপশহর, ৩১নং ওয়ার্ডের মুরাদপুর পয়েন্ট ও মুক্তিরচক প্রাইমারি স্কুলের সামনে, ৩৪নং ওয়ার্ডের বহর কলোনী হযরত শাহপরাণ ও কৃষ্ণগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপরাণ, ৪০নং ওয়ার্ডের ইছরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, কুচাই।

১৪ জুন ২নং ওয়ার্ডের মদন মোহন কলেজ, ৬নং ওয়ার্ডের কলবাখানি শাহী ঈদগাহ, ৮নং ওয়ার্ডের নোয়াপাড়া এবং নয়াবাজার, ৯নং ওয়ার্ডের বর্ণমালা পয়েন্ট, বাগবাড়ি এবং মদিনা মার্কেট পয়েন্ট, ১০নং ওয়ার্ডের ডহর প্রাথমিক বিদ্যালয়, ১১নং ওয়ার্ডের মধুশহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪নং ওয়ার্ডের সার্কিট হাউজের সামনে (ক্বিন ব্রিজের পাশে), ১৭নং ওয়ার্ডের কাজিটুলা বাজার, দরগাগেইট ও লোহারপাড়া পয়েন্ট, ২০নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, ২৩নং ওয়ার্ডের মাছিমপুর বাজার পয়েন্ট, ২৬নং ওয়ার্ডের কদমতলী ও চাঁদনীঘাট পয়েন্ট, ২৯নং ওয়ার্ডের লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩২নং ওয়ার্ডের মিরাপাড়া আবদুল লতিফ স্কুল ও দেবপুর প্রাইমারি স্কুল, ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা বাজার ও বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৮নং ওয়ার্ডের রাশিদিয়া দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশের ভবন, ৪১নং ওয়ার্ডের সৈয়দা নুরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমভাগ, কুচাই।

১৫ জুন ৩নং ওয়ার্ডের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, ১২নং ওয়ার্ডের শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫নং ওয়ার্ডের মিরাবাজার পয়েন্ট (কিশোরী মোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে), ১৮নং ওয়ার্ডের মিরাবাজার ও কুমারপাড়া পয়েন্ট, ২১নং ওয়ার্ডের সোনারপাড়া পয়েন্ট, ২৪নং ওয়ার্ডের কুশিঘাট বাজার পয়েন্ট, ২৭নং ওয়ার্ডের হবিনন্দী ও শিববাড়ি পয়েন্ট, ৩০নং ওয়ার্ডের মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জৈনপুর, ৩৩নং ওয়ার্ডের নিপবন ও শাহপরাণ মাজারের পাশে, ৩৬নং ওয়ার্ডের নতুন বাজার ও বালুচর ছড়ারপাড়, ৩৭নং ওয়ার্ডের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৯নং ওয়ার্ডের হাজী আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়, টুকেরবাজার, ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৬ জুন ৪নং ওয়ার্ডের মজুমদারী হাউজিং এস্টেট।২৭ ওয়ার্ড নিয়ে সিলেট সিটি করপোরেশন থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নিয়ে সিসিকে এখন মোট ওয়ার্ড সংখ্যা ৪২টি। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই নগরিতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার রয়েছেন ৬ জন। সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি, যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫টি।

You might also like