সিসিক নির্বাচন :দলীয় ভোটারদের বাঁধা দিবেনা বিএনপি
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ দল নির্বাচন বর্জন করেছে। বর্জন করেছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীও। তবে দলীয় প্রার্থী যে নির্বাচনে নেই, তা কিন্তু নয়। শাস্তির খড়গ মাথায় নিয়েও নির্বাচন থেকে বিরত রাখা যাচ্ছেনা বিএনপি’র অনেক নেতাকে। প্রায় প্রতিটি ওয়ার্ডেই কাউন্সিলর প্রার্থী আছে দলটির। এরমধ্যে বর্তমান ৬ কাউন্সিলরও আছেন।তাদের জয় নিশ্চিত করতে সাধারণ ভোটারদের সাথে সাথে বিএনপি’র কর্মী-সমর্থকরাও যে ভোটকেন্দ্রে যাবেন-এটা প্রায় নিশ্চিত। তাদের বিরত রাখতে দলটির কোন কর্মসূচি আছে?
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তেমন কোন কর্মসূচি নেই। রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে দলের বক্তব্য, জনগণ তাদের সাথেই আছেন। সুতরাং ভোটকেন্দ্রে তারা যাবেন না। বিএনপিকে যারা ভালোবাসেন, পছন্দ করেন, অবশ্যই তারা স্বেচ্ছায় ভোটও বর্জন করবেন।তবে ভোটের মাঠের খবর অন্যরকম। বিএনপি’র রাজনীতির সাথে জড়িত সিলেট সিটি করপোরেশনের অন্তত ৬ জন বর্তমান কাউন্সিলর নির্বাচন করছেন। এ সপ্তাহেই দল তাদের শাস্তি ঘোষণা করতে পারে। আবার সেটি কিছুদিন পরেও হতে পারে। কিন্তু তবু নির্বাচন করতে মরিয়া তারা।
পাশাপাশি অন্য ওয়ার্ডগুলোতেও বিএনপি’র রাজনীতির সাথে জড়িত অনেকেই প্রার্থী হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন মঙ্গলবারও তাদের প্রত্যাহারের তেমন একটা সম্ভাবনা দেখছেন না কেউ। এই প্রার্থীরা নির্বাচনে থাকা মানে তাদের কর্মী সমর্থকরাও সাথে থাকবেন এবং অবশ্যই ভোটও দেবেন।নিজেদের দলীয় ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে বিএনপির তেমন কোন প্রচারণা নেই। তাদের কেউ বাঁধাও দেবেন না। তাদের সাফ কথা, ভোটারদের জোর করে কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখার কোন মানসিকতা বা চিন্তাভাবনা বিএনপি’র নেই। যার ইচ্ছে যাবে, যার ইচ্ছে যাবেনা। তবে বিএনপির দলীয় নীতি ও আদর্শে অনুপ্রাণীত যারা, তারা অবশ্যই নির্বাচন বর্জন করবেন।এ ব্যাপারে সিলেট নগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেন, ভোটারদের কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে আমাদের কোন বিশেষ কর্মসূচি নেই। আমরা এই নির্বাচন বর্জন করেছি। যারা আমাদের সাথে আছেন, নিশ্চয় তারাও বর্জন করবেন।