সীমিত আয়োজনে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি আজ (মঙ্গলবার ১১ আগস্ট)।হিন্দু ধর্মাবলম্বীদের কাছে প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী।করোনার কারণে জন্মাষ্টমী সীমিত পরিসরে উদযাপন করা হবে।জন্মাষ্টমীতে কোনোরকম সমাবেশ, শোভাযাত্রা ও মিছিল করা হবে না।তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে পূজা,অনুষ্ঠান ও সব আচারবিধি পালন করা হবে।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দে বলেন, ‘করোনা থেকে সুরক্ষায় সারাদেশে রাজপথে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্মাষ্টমী উৎসবের খরচের অর্থ দিয়ে হতদরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।মঙ্গলবার সকাল ৮টায় দেশ,জাতি ও বিশ্বমঙ্গল কামনায় শংকর মঠ ও মিশন,সীতাকুণ্ডের সন্ন্যাসীদের পরিচালনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়।রাতে শ্রী শ্রী কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে।

You might also like