সুইডেন আওয়ামী লীগ এর মহান স্বাধীনতা দিবস পালন।

নিউজ ডেস্ক
সত্যবাণী

সুইডেন: ২৬ শে মার্চ বাংলাদেশ এর ৫৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে, সুইডেন আওয়ামী লীগ ৬ এপ্রিল ২০২৫ইং রোজ রবিবার স্টকহোমের সিস্তার একটি হলে স্বাধীনতা দিবস এর আলোচনা সভা ও পবিত্র ঈদুল ফিতর পরবর্তী মুজিব আদর্শের নেতা কর্মীদের ঈদ পূর্নমিলনের আয়োজন করে।স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামীলীগ এর সহ সভাপতি মহিউদ্দীন আহমদ লিটন, যৌথ ভাবে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুইডেন আওয়ামীলীগ এর সহ সভাপতি হাজী জুলফিকার হায়দার।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্য ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগ দানকারী সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।সুইডেন আওয়ামী লীগ কতৃক স্বাধীনতা দিবস ও ঈদ পূর্ণমলনীর আলোচনা সভায় সংগঠন এর সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম তার স্বাগত বক্তব্যে ৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশে নির্বিচারে আওয়ামী লীগ এর নেতা কর্মীদের উপর হামলা মামলা নির্যাতনের কথা উল্লেখ করে বলেন আমরা প্রবাসে মুজিব আদর্শের সবাই দেশের নির্যাতিত কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

উপস্থিত নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, কাজী কুদ্দুস ও সুইডেন আওয়ামী লীগ সহ সভাপতি জুলফিকার হায়দার, ইফতেখার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আফছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাছিম আহমদ,মহিলা বিষয়ক সম্পাদিকা নীলা চৌধুরী,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়াছেল সরকার, সদস্য আ ফ ম মাছুম, সিনিয়র নেতা জাহিদ রহমান ভুঁইয়া, আল আজাদ মন্জু সুইডেন যুবলীগের শেখ মাহবুব আলম লাবু।আলোচনা সভা ও ঈদ পূর্ণমলনী অনুষ্ঠানের সভাপতি জনাব মহিউদ্দীন আহমদ লিটন তার বক্তব্যে বলেন দেশে আওয়ামী লীগ এর নেতাকর্মীদের যে ভাবে নির্যাতন করা হচ্ছে তা বাংলাদেশ এর ইতিহাসে নজির বিহীন এমত অবস্থায় প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শের সকল নেতাকর্মীদের পদ পদবী লোভ থেকে সরে এসে প্রবাসে আওয়ামী লীগ কে ঐক্যবদ্ধ করে দেশে নেতাকর্মীদের পাশে থেকে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার আহ্বান জানান এবং সুইডেন আওয়ামী লীগ কতৃক আয়োজিত বাংলাদেশ এর স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে আগত মুজিব আদর্শের ভাই বোনদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।সুইডেন আওয়ামী লীগ এর স্বাধীনতা দিবসে এসময় উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক তপন ঘোষ,সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান, সদস্য আখতার হোসেন, নাছিমুল ইসলাম,জাহিদ রহমান, পারভীন কবির, বাবুল মিয়া, নুরুল হক চৌধুরী, হেলেনা আক্তার ও সুইডেন যুবলীগের শেখ মিন্টু।

You might also like