সুনামগঞ্জের ইকবাল নগর এলাকায় ভার্ডের সামনে ঢাকাগামী বাসের চাপায় এক নারী নিহত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুৃনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালীস্থ ইকবাল নগর এলাকায় ঢাকাাগামি একপি যাত্রীবাহি ( আল মোবারকা) বাসের চাপায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন।নিহতের নাম আরিজান বিবি(৬৫)। তিনি জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের রাজাবাজ গ্রামের মৃত ফজর আলীর সহধর্মিনী। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ ইকবাল নগর এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করলে ও চালক ও হেলফার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।স্থানীয় ও ঘটনাস্থলে অবস্থানকারী সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল জানান,নিহত বৃদ্ধা তার ছেলে একরাম উল্ল্যাহকে নিয়ে জামালগঞ্জের রাজাবাজ গ্রাম থেকে সিএনজি যোগে সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকার ভার্ডে এসেছিলেন বৃদ্ধা আরিজান বিবির চোখের সমস্যা নিয়ে। ভার্ডের সামনে রাস্তার পাশে সে সিএনজি থেকে নামার সময় সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে আসা ঢাকাাগমি আল মোবারকা যাত্রীবাহি বাসটি ঐ মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এখানকার স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করেন। এই সময় বাসের চালক ও হেলফার পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই মো. রফিকুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলেও চালক ও হেলফার পালিয়ে যায়। পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এসে নিহত লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এদিকে খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে মর্গে আসলে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়।এ ব্যাপারে নিহত বৃদ্ধার ছেলে একরাম উল্ল্যাহ বলেন এই ঢাকাাগমি আল মোবারকা বাসটি আামর মাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি তার মায়ের খুনী ঘাতক চালক ও হেলফারের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনের নিকট দাবী জানান। এ ব্যাপারে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল এমন অনাকাংঙ্খিত সড়ক র্দূঘটনায় এই বৃদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ কওে বলেন,ড্রাইভারগণ একটু সচেতন হলে এমন অনাকাংঙ্খিত সড়ক র্দূঘটনা থেকে নিরীহ মানুষ রক্ষা পেতেন। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার এস আই মো. রফিকুল ইসলাম সড়ক র্দূঘটনায় এক নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রির্পোট তৈরী করা হয় এবং পালিয়ে যাওয়া চালক ও হেলফারকে ধরতে থানার এই মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যন অভিযান পরিচালনা করছেন।

You might also like