সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃৃষ্টে মা-ছেলের মৃত্যু, মেয়ে গুরুতর আহত
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের জামালগঞ্জে গোসল করতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে ছিড়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মা-ছেলে নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের নতুনপাড়া আবাসিক এলাকায় এদুর্ঘটনা ঘটে। এসময় তার বড় মেয়ে গুরুতর আহত হয়েছে।নিহতারা হলেন, উপজেলার সদর ইউনিয়নের নতুনপাড়া আবাসিক এলাকার বাস্দিা দেবজ্যোতি সরকারের স্ত্রী ঝুমা রাণী সরকার(৩২) ও তার ছেলে দ্বীপ সরকার(০৩)। এসময় গুরুতর আহত হয়েছেন তার বড় মেয়ে পূজা সরকার(০৬)।স্থানীয়রা ও পুলিশ জানায়, রবিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়া বাসা থেকে ঝুমা সরকার তার দুই সন্তান দ্বীপ ও পূজাকে নিয়ে গোসল করতে বের হন। বাসা থেকে বের হয়ে একটু দূরে গেলেই গতকাল শনিবার রাতে ঝড়ো হাওয়ার কারণে হঠাৎ পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে তার ছিড়ে রাস্তায় পড়ে থাকে। এসময় ঘটনাস্থলেই ঝুমা রাণী ও তার ছেলে স্বীপ সরকার বিদ্যুৎতের তারে পা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। এসময় তাদের সাথে থাকা নিহতের বড় মেয়ে পূজা সরকার বিদ্যুতের তারের সট খেয়ে গুরুতর আহতবস্থায় দূরে পরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পরির্দশ করে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরী করে দুটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাছের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি শিশু ও তার মায়ের লাশ উদ্ধার করা হয়। তাদের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।