সুনামগঞ্জের ঝুমন দাসের মুক্তির দাবি জানিয়েছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা জামিল আহমদ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গ্রেফতার সুনামগঞ্জের ঝুমন দাসের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপ-পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ।আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, গত ১৬ মার্চ হেফাজত নেতা মামুনুল হকের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও ঝুমন দাস ফেসবুকে একটি পোস্ট দেন। পুলিশ ওই রাতেই তাকে গ্রেফতার করে। তবে পরদিন ১৭ মার্চ সকালে কাশিপুর, নাচনী, চন্ডিপুরসহ কয়েকটি মুসলমান অধ্যুষিত গ্রামের মসজিদে মাইকিং করে ধর্ম ব্যবসায়ী মামুনুল হকের কয়েক হাজার অনুসারী নোয়াগাঁও গ্রামে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। এই ঘটনায় মামলা দায়ের হলে কয়েকজনকে গ্রেফতার করা হয়। এরও সপ্তাহখানেক পর ৫৪ ধারায় ঝুমনের বিরুদ্ধে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এই মামলায় সে প্রায় ৮৫ দিন ধরে কারাগারে আটক রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বসতিতে হামলা ও ভাঙচুরের মামলার আসামিদের অনেকে জামিন পেলেও কয়েক দফা ঝুমনের জামিন দেননি বিজ্ঞ আদালত।তিনি আরও বলেন, স্বাধীন দেশে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ মেনে নেয়া যায়না। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো হেফাজত ইসলামকে সমীহ করা কাম্য হতে পারেনা। ভিকটিমের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে উল্লেখ করে বিবৃতিতে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ঝুমন দাসের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। দ্রুততম সময়ে ঝুমনকে মুক্তি দেবেন বলেও বিবৃতিতে আশা প্রকাশ করেন জামিল আহমদ।

You might also like