সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ময়লা পরিস্কার করলেন ডিসি মো. জাহাঙ্গীর হোসেন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে প্রশাসন। আজ রোববার দুপুরে তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ লেক ( নীলাদ্রি লেক) এ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।তিনি একটি ইঞ্জিন চালিত নৌকায় উঠে হাতে নেটের ঝুড়ি নিয়ে হাওর থেকে ময়লা তুলে নৌকায় থাকা প্লাস্টিকের বস্তায় ভরছেন।

অভিযান কার্যক্রমে উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ হাওর বেষ্টিত একটি জেলা, এই জেলাকে অধিকাংশ মানুষ চিনে টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে। ফলে এখানে প্রতি বছর প্রচুর পরিমানে পর্যটকরা আসেন, তবে সবচেয়ে দুঃখের বিষয় হাওরের প্রতিনিয়ত পর্যটকরা আসলেও কিছু মানুষ হাওরে প্লাস্টিকের বোতল, খাবারের ময়লা আবর্জনা ফেলে যান যার কারণে এখানে পরিবেশ দূষণ হচ্ছে নষ্ট হচ্ছে হাওরের জীব বৈচিত্র, আমরা এগুলো আর মেনে নিব না, এখন থেকে আমরা নৌকার মাঝি থেকে শুরু করে সকল পর্যটকদের সর্তক করে দিতে চাই হাওরের পরিবেশ রক্ষায় আমরা এখন থেকে কঠোর অবস্থানে যাব।এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ।

You might also like