সুনামগঞ্জের দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের অলিখিত উদির হাওর বিলে বাধঁ দেয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছে। নিহতের নাম মো. রুহেব মিয়া(৪৫)। তিনি উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় ৪০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কাজল মিয়ার পক্ষের হলেন সুহেদ মিয়া(৪০),জসিম মিয়া(২৮),ফয়জুল মিয়া(৪২),অন্তর(২০),সুজাহান(২২),আরমান(২৫) ও ফায়িন(৩০), মিলন(২০),নাদের(৩৫), ওয়াহিন(২৬), মোছা সরি বেগম.মেহেরাজ বেগম(২০), সানোয়ার(৩৮), নেকবর(৩৫) ও আনোয়ার(২৫) প্রমুখ। প্রতিপক্ষের আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে আহতদের উদ্ধার করে স্থানীয় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার বিকেলে দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায়ের গ্রুপের ভাটিপাড়া গ্রামের শাহ আলম দীপের সাথে একই গ্রামের প্রবাসী আমেরিকার ক্যালিফোনিয়ার অঙ্গরাজ্যর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি কাজল নুর মিয়ার আপন চাচাতো ভাই মো. রুহেব মিয়াদের নিজস্ব জমি মেঘনা বারঘরের উদির হাওর জলমহালে পাশে রয়েছে। তারা বিলের পাশে জমিতে বাধ দিয়ে ছোট মাছ ধরতে চাইলে প্রতিপক্ষ প্রদীপ রায়ের অলিখিত এই জলমহালে প্রদীপ রায়ের গ্রুপের বিএনপি থেকে সম্প্রতি যোগদানকৃত শাহ আলম দীপের লোকজন বাধাঁ দিলে রুহেব মিয়ার লোকজন এর প্রতিবাদ করে । এতে উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রবাসী কাজল নুর মিয়ার পক্ষে তার আপন চাচাতো ভাই রুহেব মিয়া ঘটনাস্থলেই নিহত হন। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।এ ব্যাপারে দিরাই থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

You might also like