সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারের দেখার হাওরে গরু ছড়ানোর সময় হঠাৎ বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. আব্দুল বারী (৫০) । নিহত কৃষক উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুন নগর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে দেখার হাওরে গরু ছড়াতে গিয়ে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।নিহতের বড় ভাই মো. হুসন আলী জানান,মঙ্গলবার দুপুরে দেখার হাওরে গরু ছড়াতে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ দাফনের জন্য নিহতের বড়ভাই মো. হুসন আলী ও তাদের স্বজনরা থানায় একটি লিখিত আবেদন করার পর তিনি উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে লাশ হুসন আলীর নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দোয়ারাবাজার থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে যার মামলা নং০৫/২০২১ইং ।

You might also like