সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ১৫লাখ টাকা মূল্যের চোরাচালানের চিনি জব্দ

সিলেট অফিস 
সত্যবাণী
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তে ভারত থেকে চোরাইপথে আসা ১৫ লাখ টাকার চিনি জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপনের বিরুদ্ধে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের পর চেয়ারম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল। তবে চেয়ারম্যান চোরাচালানে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
বিশ্বম্ভরপুর থেকে সংবাদদাতা জানান, ২২ জুন শনিবার সন্ধ্যারাতে বিশ্বম্ভরপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান ভারত থেকে চোরাচালানে আসা চিনি জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে তার নেতৃত্বে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা সীমান্ত এলাকার গুচ্ছ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির গুদামে টাক্সফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভারত থেকে চোরাচালানে আসা ২৫১ বস্তা চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য ১৫ লাখ ৬ হাজার টাকা।

You might also like