সুনামগঞ্জে অনাথ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের মেয়ে রামিছা তাহসিন ও জামাতা আসিফ ওয়াসেফ দম্পতির তরফ থেকে শতাধিক এতিম (অনাথ শিক্ষার্থী) শিশুদের মাঝে রান্না করা খাবার পরিবেশন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের হাছন নগরস্থ সরকারী শিশু পরিবার (বালিকা) কেন্দ্রে গিয়ে ঐ সমস্ত অনাথ শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার, সমাজসেবা অধিদপ্তরের ডিডি প্লেনিং মো. সাদিকুল হক, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সহধর্মিনী হাসিনা রুমি, আসিফ ওয়াসেফ এর পিতা তসলিম মজুমদার, নাজমুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মো. আবুল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার শাহীনুর রহমান, জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সরকারী শিশু পরিবার কেন্দ্রের শিক্ষিকা আলফাতুন নাহার, তাহেরা আক্তার ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র প্রমুখ।রামিছা তাহসিন ও আসিফ ওয়াসেফ বলেন, এই সমাজে যাদের পিতামাতা নেই তারা অনাথ ও বড়ই অসহায়। সমাজের প্রতিজন বৃত্তবানরা তাদের পশে দাড়িয়ে তাদের খোজঁ খবর নেয়া এবং তাদের সাহায্য এগিয়ে আসা প্রয়োজন।

You might also like