সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও অবৈধ স্থাপনা উচ্ছেদকল্পে মতবিনিময় সভা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ জেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিপনন এবং নদী খালের তীরবর্তী এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদকল্পে সচেতনতা বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুহেল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,২৮ বর্ডার গার্ড বিজির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মাকমুদুল হাসান,সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা,সাবেক মহিলা সংসদ সদস্য ও পিপি এড. শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী,পরিবেশ আন্দোলন বাপার নেতা এড. শফিকুল আলম,পরিবেশ কর্মী টিটু পুরকায়স্থ প্রমুখ।

বক্তারা বলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঐহিত্যবাহি যাদুকাটা নদীতে ও বিশ^ম্ভরপুর ও সদরের মাঝখানে চলতি নদীতে(ধোপাজান), ছাতকের চেলা নদী ও দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে একটি ভূমিখেকো প্রভাবশালী চক্র সরকারের রাজস্ব ফাঁিক দিয়ে দিনের বেলা ও রাতের আধারে নদীর পাড় কেটে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন করে তারা অল্পদিনে কোটিপতি বনলে ও ক্ষতি হচ্ছে নদীর তীরবর্তী গ্রামগুলোার মানুষের। ঐ সমস্ত মোনাফালোভীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখার পাশাপাশি ঐ সমস্ত দানব যারা আঙ্গুল ফুলে কলাগাছ বনেছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়। তারা বলেন এই সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় প্রাকৃতিকভাবে আসা বালুগুলোতে যদি সাধারন শ্রমিকদের বালু উত্তোলনের সুযোগ দেয়া হয় তাহলে তারা বালু উত্তোলন করে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে।তবে এই যাদুকাটা ও চলতি নদীতে বড় বড় স্ট্রীলবডি নৌকার প্রবেশ দ্রুত বন্ধ করে যাদুকাটার সৌন্দর্য্য ধরে রাখতে প্রশাসনের উধর্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানানো হয়।তারা বলেন সরকারের জায়গা দখল করে যারা বিভিন্ন রাস্তার পাশে স্থাপনা নির্মার্ণ করেছেন তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে ঐ সমস্ত অবৈধ স্থাপনা ঘুরিয়ে দিয়ে দখলমুক্ত করার আহবান জানান।

You might also like