সুনামগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জে একই দিনে পৃথক স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আ’লীগ ও বিরোধীদল বিএনপি।সুনামগঞ্জ থেকে সংবাদদাতা জানান, বিদ্যুৎ গ্যাসসহ নিত্যপণ্যের উর্ধ্বগতি ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা আদায়ের দাবিতে ৮ এপ্রিল শনিবার দুপুর ২টায় শহরের পুরাতন বাস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি। এ সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগ এনে সরকারকে হুঁশিয়ারি দেন বক্তারা। সদর উপজেলা বিএনপি সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি নাদির আহমদ, সেলিম আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী প্রমুখ।এদিকে বিএনপি’র কর্মসূচিকে নৈরাজ্য ও নাশকতা আখ্যা দিয়ে শহরের রমিজ বিপনীস্থ আ’লীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে জেলা আ’লীগ ও অঙ্গসংগঠন।
এ সময় তারা অভিযোগ করে বলেন, দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে নৎসাত করতে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। সরকার বিরোধী কর্মকান্ডে দেশের জনগণকে সোচ্চার থাকার আহবান জানান বক্তারা।সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শংকর চন্দ্র দাশ, আ’লীগ নেতা অ্যাডভোকেট চান মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম সেপু, জিতেন্দ্র তালুকদার পিণ্টু, সবুজ কান্তি দাশ, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিখন আহমদ, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ প্রমুখ।

You might also like