সুনামগঞ্জে ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশনের হোটেল রয়েল ইন-এর কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।ইত্তেফাকের সুনামগঞ্জে জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী।
বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক এ দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম। সুদীর্ঘ গৌরবের পথ পাড়ি দিয়ে ইত্তেফাক ৬৯তম বর্ষে পদার্পণ করেছে। গণমানুষের মুখপাত্র এই পত্রিকাটির পথচলা আরও যুগ যুগ ধরে অব্যাহত থাকুক। সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ আরও বলেন, বাংলাদেশের সাংবাদিকতায় ইত্তেফাক একটি মহীরুহ। যেকোনো পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অনেকেই ইত্তেফাককে অনুসরণ করেন। তফাজ্জল হোসেন মানিক মিয়ার হাত ধরে ইত্তেফাক যে নির্ভীক সাংবাদিকতা শুরু করেছিল, তা আজও অব্যাহত আছে।পীর মিসবাহ আরও বলেন, আপনারা যারা সাংবাদিক রয়েছেন, বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। একটি সংবাদে সামান্য ত্রুটি-বিচ্যুতি হলেও তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, বিটিভির সাংবাদিক অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর, সমাজসেবক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, পৌর কলেজের প্রভাষক শুভংকর তালুকদার মান্না, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহীন, ক্রীড়া সংগঠক দিলারা বেগম। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইত্তেফাকের ফিচার রিপোর্টার সৈয়দ তাওসিফ মোনাওয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, চ্যানেল ২৪ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এআর জুয়েল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন শিক্ষক গিয়াস উদ্দিন, ফরিদ মিয়া, সিরাজুল ইসলাম শ্যামল,জাগোনিউজ ২৪.কমের সুনামগঞ্জ প্রতিনিধি লিপসন আহমদ, সাংবাদিক মোশাহিদ আহমেদ, , পাভেল আহমেদ, নাহিদ আহমেদ, সালমান মিয়া, আল হাবিব।এছাড়াও অংশ নেন জেলা রোভার স্কাউটস এসআরএম দুর্জয় দত্ত পুরকায়স্থ, আহমেদ নাফিস নোমান, লুৎফর রহমান, অমিত দাশগুপ্ত, আবু হামজা প্রমুখ।