ছাতকে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিন ব্যাপী আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্তরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচী শুরু করা হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সকাল ১১টায় শহরের কেন্দ্রী শহীদ মিনারের সামনে এক দুর্নীতি বিরোধী মানববন্ধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নির্বাহী

প্রকৌশলী আবুল মনুসুর মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (অব) মঈন উদ্দিন আহমদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারহানা ইসলাম, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার প্রণব লাল দাস, সাংবাদিক শামীম আহমদ তালুকদার, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অলিউর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম। এসময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক বিজয় রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহাব উদ্দিন, সদস্য আব্দুস সামাদ, নাছির উদ্দিন, সাংবাদিক বাদশা মিয়া।

এছাড়া দুর্নীতি বিরোধী মানববন্ধে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তুতা মিয়া, সাংগঠনিক কমান্ডার গোলাম মস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন চন্দ্র রায়, সুপার ভাইজার সোয়েব আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, উপজেলা সমবায় অফিসার মতিউর রহমান, ছাতক সরকারি বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিরিন বেগম, শক্তি ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মনিরুজ্জামান, ম্যানেজার হারুন অর রশিদ, হিসাব রক্ষক আতিকুর রহমান, উজ্জিবক সুজন তালুকদার, হোসেন আহমদ, দিকবিজয় কর প্রমূখ। মানববন্ধে ব্যানার সহকারে অংশ গ্রহন করে শক্তি ফাউন্ডেশন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

You might also like