সুনামগঞ্জে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে সেমিনার ও সভা অনুষ্ঠিত
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ববিবার দুপুরে সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের আয়োজনে পৌর শহরের স্থানীয় রেস্টুরেন্টে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কাস্টমস অফিসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহ-সভাপতি মো. আমিনুল হক,সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের উপ-পরিচালক মাধব বিকাশ দেব রায়,সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক রাজিব রায়,সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের রাজস্ব কমকর্তা মো. আব্দুল কাদের,সহকারী রাজস্ব কমকর্তা মো.জহিরুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, দেশ মাতৃকা নিজের মায়ের মতো। এই মাকে ভালো ও সুন্দর রাখতে সবাইকে ভ্যাট প্রদানে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের নিয়মিত ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহব্বান জানানো হয়।