সুনামগঞ্জে দৈনিক আমাদের সময়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জে জাতীয় দৈনিক আমাদের সময়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক বিশিষ্ট লেখক সুখেন্দু সেন ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ।

আলোচনায় বক্তারা বলেন, দৈনিক আমাদের সময় গণমানুষের পত্রিকা মুক্তিযুদ্ধের পত্রিকা। কারণ আমাদের সময় মাত্র দুই টাকা মূল্য নিয়ে দেশ-বিদেশের খবর দিয়ে পথযাত্রা শুরু করেছিল। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষ শক্তি হিসেবে মানুষের কথা প্রতিনিয়ত তোলে ধরেছে পত্রিকাটি। দীর্ঘ পথচলায় আমাদের সময় নিরপেক্ষ একটি দৈনিক হিসেবে সমাজ ও রাষ্ট্রে অনিয়ম-দুর্নীতি তোলে ধরার পাশাপাশি বঞ্চিত মানুষের কথা বলেছে, উন্নয়নের কথা বলেছে।আলোচনা পর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিশেষ অতিথিগণ।
কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি ইকবাল কাগজী, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি অ্যাড. আনোয়ার হোসেন, , চ্যানেল আই জেলা প্রতিনিধি অ্যাড. একে এম মহিম, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি বাবুল মিয়া,দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি ফরিদ মিয়া, , জাগো নিউজের জেলা প্রতিনিধি লিপসন আহমদ, সুনামগঞ্জ ভয়েস এর সম্পাদক হাবিবুর রহমান জাবেদ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আসাদ মনি, সংবাদপত্র পরিবেশক আব্দুল লতিফ, সফিকুল ইসলাম, দৈনিক আমাদেরসময়ের দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি আশিক মিয়া ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. নুরুল হক প্রমুখ।

You might also like