সুনামগঞ্জে প্রধনমন্ত্রীর খাদ্যসামগ্রী উপহার বিতরণ করেন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ২শত শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধাানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান।এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মো.মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রাহুল ইসলাম প্রমুখ।কর্মহীন হয়ে পড়া সিএনজি চালক, অটোরিক্সা, পরিবহণ শ্রমিক ও টান্সজেন্ডার ২০০টি দরিদ্রপরিবারকে বিতরণ করা উপহার খাদ্য সামগ্রীর মাঝে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি লবণ।
উল্লেখ্য,চলতি অর্থ বছরে ত্রাণ সহায়তা হিসেবে ১১ লাখ ৫০ হাজার টাকা ও ৩ লাখ ৯০ হাজার মে.টন চাল বরাদ্দ পাওয়া যায়। যা পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। এছাড়াও ১৫ লক্ষ ৯৩ হাজার ৩১০ মে.টন চাল ভিজিএফ সহায়তা বরাদ্দ পাওয়া যায়। এটিও ১ লক্ষ ৫৯ হাজার ৩৩১টি পরিবারের মধ্যে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।