সুনামগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে ধান ও সবজী বীজ বিতরণ করেছে সেনাবাহিনী

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ হাওরের জেলা সুনামগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে ধান ও সবজি বীজ বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।শনিবার দুপুরে জেলার চারটি উপজেলার মধ্যে আউশ ধানের বীজ ও সবজি বীজ তুলে দেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসায়মিন নাহার রুমার হাতে তুলে সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত ১৭ পদাতিক ডিভিশনের সদস্যগন।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তাসহ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কোথাও এক ইঞ্চি পরিমাণ জমি যেন পতিত না থাকে। সবগুলো উর্বর জমি আবাদে হাওরের এই কৃষকদের চাহিদা অনুযায়ী এবং উপজেলা কৃষি অফিসারগনের সঙ্গে সমন্বয় পুর্বক ধান ও বীজ সিময়মতো বতরন করা হবে।মহামারী পরিস্থিতিতে খাদ্যের স্বয়ং সম্পুর্নতা অর্জনের লক্ষে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও যাতে খালি না থাকে সে লক্ষ্যে দরিদ্র ৫০ জন কৃষকদের মাঝে প্রথম ধাপে এ কৃষি বীজ বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং আগামীতে কৃষকদের মাঝে এই বীজ বিতরণ অব্যাহত রাখার ও ঘোষনা দেন। মনে রাখতে হবে কৃষকরা এই রাষ্ট্রের উন্নয়নের মূল চালিকা শক্তি। কৃষকরা ক্ষেতে খামারে ধান উৎপন্ন করে দেশেল অর্থনীতির চাকার সচল রাখেন। কাজেই কৃষকদের সব ধরনের সহযোগিতা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

You might also like