সুনামগঞ্জে লকডাউনের পঞ্চমদিনে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সারাদেশব্যাপী কঠোর লকডাউনের অংশ হিসেবে পঞ্চমদিনে সুনামগঞ্জের মাঠ ঘাটে হাটবাজারে জেলা প্রশাসন,সেনাবাহিনী,পুলিশ র‌্যাব ও বিজিবির সদস্যরা কাজ করলেও সাধারন মানুষজনকে ঘরে আটকিয়ে রাখা যাচ্ছেন।এই করোনাকালীন সময়ের পঞ্চমদিনেও এখন পর্যন্ত জেলার নিম্নে আয়ের মানুষের মাঝে কোনধরনের খাদ্য সহায়তা পৌছায়নি। ফলে নিষেধাজ্ঞা অমান্য করেই জীবন জীবিকার প্রয়োজনে নিম্নে আয়ের মাুনষজন রাস্তায় রিকসা ও ভ্যান গাড়ি নিয়ে নেমেছেন বলে জানান।

সোমবার সকাল থেকে লকডাউনের পঞ্চম দিনে ও সেনাবাহিনীর সহযোগিতায় (সহকারী কমিশনার) ম্যাজিস্ট্রেট মো. সমর হোসেন ও সেনাবাহিনীর ক্যাপ্টেন ইয়াসিনের নেতৃত্বে সেনা সদস্যরা শহরের কাজির পয়েন্টও ষোলঘর পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪টি মামলা করা হয় এবং আরো বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা আদায় করা হয়।এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মো. সমর হোসেন,বলেন,করোনার প্রকৌপ ব্যাপকহারে বেড়ে যাওয়ায় সাধারন মানুষজনকে ঘরের মধ্যে রাখার একপি উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার জরুরী। মনে রাখতে হবে এজন মানুষ নিরাপদে থাকলে তার পরিবারের প্রতিটি সদস্য নিরাপদে থাকবেন। তিনি বলেন জেলায় নিম্নে আয়ের মানুষজনের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তালিকা ধরেই স্বাস্থ্যবিধি মেনে সবার মাঝে খাদ্য সহায়তা পৌছানো হবে বলেও তিনি জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন অফিস সহকারী নিপেন্দ্র দে প্রমুখ।

You might also like