সুনামগঞ্জে শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি প্রদান
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশানের আয়োজনে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মিজান,জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
অপরদিনে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জাতির পিতার কনিষ্ট পূত্র শেখ রাসেলের জন্মদিনে আলাদাভাবে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মরহুম শহীদ রাসেলের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ-সভাপািত ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,জেলা পরিষদের সদস্য মো. হোসেন আলী,সদস্য সজল আহমদ,জেলা ছাত্রলেিগর যুগ্ম সাধারন সম্পাদক হারুন মিয়া,ছাত্রলীগ নেতা সাফায়াত জামিল ও জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. পাভেল আহমদ প্রমুখ। পরে জেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দরা শহীদ রাসেলের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।