সুনামগঞ্জে হাওরে বাঁধ মেরামত কাজ পরিদর্শন করলেন -পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন,পুরো বিশ্ব এখন অর্থনৈতিক মন্দার ভেতর অতিবাহিত করছে। বাংলাদেশ ব্যাতিক্রম নয়।আমরা ভাগ্যবান যে,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ থেমে নেই,মুখ থুবড়ে পড়েনি।বাংলাদেশের অগ্রগতি জারি রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি।আমাদের আশেপাশের প্রতিবেশি দেশের তুলনায় আমাদের জিডিপি পার ক্যাপিটাল ইনকাম সবকিছু বেশি। আমরা সবথেকে উপরে আছি। কিন্তু করোনার আগে যে মাত্রায় আমাদের অগ্রগতি হচ্ছিলো করোনাকালীন সময়ে সে তুলনায় আমরা একটু স্লো যাচ্ছি।কিন্তু কাজ থেমে নেই। বৃহস্পতিবার বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ এর আওতায় বিভিন্ন হাওরে চলমান বাঁধের মেরামত ও পুননির্মাণ কাজ পরিদর্শন কালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। চারিত্রিক বৈশিষ্টে আমাদের একেক নদীর একে বৈশিষ্ট্য। জলবায়ূ পরিবর্তনের জন্য এর পরিবর্তনের মাত্রাটা আরও বিস্তার লাভ করেছে। এখানে আমরা সঠিকভাবে সমিক্ষা না করে তরিঘড়ি করে যদি কাজ করি, পরে এইটা যখন ভেঙে যাবে তখন আপনারাই দোষারূপ করবেন। আমরা আপনাদের এলাকার লোকজনের দুঃখ দুদর্শার কথা জানি। ২০১৭ সালের পরে আগাম বন্যা আর হয়নি। এখানের কাজের মান অতিথের থেকে ভালো হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শামীমা শাহারিয়ার, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ,জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ,উপজেলা নির্বাহী অফিসার বিশ্ব জিৎ বাবু প্রমুখ।

You might also like