সুনামগঞ্জে ১৩ পুলিশ সদস্য করোনা মুক্ত হওয়ায় শুভেচ্ছা জানান পুলিশ সুপার
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় কর্মরত ৪০জন পুলিশ সদস্যর মধ্যে ১৩জন সদস্য সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনে সুস্থ হওয়া সকল পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, পুলিশ ইন্সপেক্টর মোঃ আব্দুল লতিফ তরফদার প্রমুখ।পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের জানান,এই প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে মৃত্যুর মিছিল চলছে।
এর প্রার্দূভাব আমাদের বাংলাদেশে পড়ায় সাধারন মানুষকে সচেতন করতে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য সরকারের নির্দেশনা বাস্তাবায়ন করতে দিনরাত মাঠে কাজ করার কারণে সুনামগঞ্জ জেলায় মোট ৪০ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।তারা শহরের ওয়েজখালীস্থ পুলিশ হাসপাতালে নিবিড় আইসোলেশনে থেকে ডাক্তারদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।ইতিমধ্যে ১৩ জন পুলিশ সদস্যর নমুনা নেগেটিভ হওয়ায় তারা পুরোপুরি সুস্থ হয়েছেন,১৩জন চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা আইসোলেশনে রয়েছেন।তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন বাকি সদস্যরা ও দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারো তারা তাদের কর্মস্থলে ফিরে এসে জনসাধারনের জানমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাবেন বলে জানান।