সুনামগঞ্জে ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ বাংলদেশ নির্বাচন কমিশন কর্তৃক সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯াট ইউনিয়নের আওয়ামীলীগ,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ইউপি সদস্য ও নারী সদস্য প্রার্থীরা অংশগ্রহন করেন। রবিবার বিকেল ৪টায় রির্টানিং অফিসারবৃন্দ সুনামগঞ্জ সদর কর্তৃক আয়োজিত শহরের নতুন শিল্পকলা একাডেমির হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে সদর উপজেলা রির্টানিং অফিসা সৈয়দ আহমদ শাহলানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন,পুলিশ সুপার মো. মিজানুর রহমান,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল

আবেদীন,সদর উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান প্রমুখ।জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন আগামী ২৮ নভেম্বর সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে প্রার্থীরা একে অন্যর প্রতি সহনশীল আচরণ করবেন বলে আশাবাদ জানিয়ে বলেন,যে কেহ আচরণবিধি লংঘণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। কেহ মোটর সাইকেল শোভাযাত্রা কিংবা প্রতিপক্ষ প্রার্থীকে নিয়ে কোন প্রচার প্রচারনায় অশোভন বক্তব্য করলে তাৎক্ষনিক নির্বাচন অফিসার কিংবা রির্টানিং কর্মকর্তাকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন,এই দুটি উপজেলায় আগামী ২৮ তারিখেরে নির্বাচন অবাধ,নিরপেক্ষ হবে বলে আশাবাদ জানিয়ে বলেন নির্বাচনের দিন ভোটারগণ নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগরে মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্ধারন করবেন। তিনি লক্ষণশ্রী ইউনিয়নে ইবিএম এর মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে বলেও জানান।

You might also like