সুনামগঞ্জ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্ততিতে গতিশীলতা প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিসের পক্ষ এক ঘন্টাব্যাপী মহড়ায় সিলিন্ডারে আগুন লাগলে নেভানো, আগুন লাগলে বা ভূমিকম্প হলে আতংকিত না হয়ে নিরাপদে আগুন নিভানোর কলাকৌশল দেখানো হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম ইয়ামীন, সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।