সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এস আই নিবাচিত হলেন আসাদুজ্জামান
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন ছাতক থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান। গত শনিবার বিকালে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত “মাসিক অপরাধ সভায় অভিন্ন মানদন্ডে থানায় কর্মরত আসাদুজ্জামান জুলাই মাসের শ্রেষ্ঠ এস আই হিসেবে নির্বাচিত হন। এসময় তাকে ক্রেষ্ট প্রদান করেছেন, সভার সভাপতি ও জেলা পুলিশ সুপার(সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) আবু সাঈদ সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান ছাতক থানায় কর্মরত থেকে প্রযুক্তির সাহায্যে সাধারণ মানুষের বিকাশে টাকা উদ্ধার, মোবাইল উদ্ধার করে ব্যাপক সুনাম অর্জন করে আসছে। খুন, অপহরণ সহ গুরুত্ব পূর্ণ মামলার আসামি ধরে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল ও বড় বড় ডাকাতসহ বিভিন্ন শাখা প্রাপ্ত মামলার আসামি ধরে ব্যাপক সুনাম অর্জন করেন। শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার পৌরসভার কসবা কাচারি পাড়া গ্রামের নরুল আমিনের একমাত্র পুত্র আসাদুজ্জামান (রাসেল)। ছাতক থানায়ও একনিষ্ঠতার সাথে উপ-পরিদর্শকের দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে এস আই মো. আসাদুজ্জামান (রাসেল) জানান, ছাতক থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান এর অনুপ্রেরণা এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতার কারনে আজকের এ সাফল্য। এই সাফল্যের জন্য অফিসার ইনচার্জ সহ সকল সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি।