সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি’র উদ্যোগে ৫ শতাধিক বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি’র নিজস্ব অর্থায়নে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন স্থানে ৫ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার বাঘমারা পয়েন্টে ও চালবন্দ পয়েন্টে আলাদাভাবে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, আধা কেজি লবণ ও ১ লিটার তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন আব্দুল লতিফ জেপি’সহ স্থানীয় দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ জেপি। এ সময় আরো বক্তব্য রাখেন,পাগলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, পলাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস ছুবহান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সহ-সভাপতি সুহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নবী হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুজিবুর রহমান, বিএনপি নেতা জাকির হোসেন শাম্মী, সাজু মিয়া, যুবদল নেতা আব্দুর রহমান।জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি দানবীর আব্দুল লতিফ জেপি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আগামীতে ও আমার পক্ষ থেকে সাধ্যমত ত্রাণ বিতরণ অব্যাহত রাখব। এবারের বন্যায় ভয়াবহ রূপ নেওয়ায় জেলার সকল মানুষের ঘরবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। এই জন্য আমাদের সকলে মিলে সকল দরিদ্র মানুষকে আর্থিক সহায়তাসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

You might also like