সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক চপলকে কারণ দর্শানোর নোটিশ
সুনামগঞ্জ করেসপন্ডেন্ট
সত্যবাণী
সুনামগঞ্জ থেকে: দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলকে কারন দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খাঁন নিখিল স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এ নির্দেশ প্রদান করা হয়।
প্যাডে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা প্রত্যেক নেতা-কর্মীর নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি খায়রুল হুদা চপল আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সুনামগঞ্জ জেলা শাখা। আপনার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র সিদ্ধান্ত এবং গত ১৪ সেপ্টেম্বর, ২০২২ইং তারিখে প্রকাশিত যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ-এর নির্দেশনা অমান্য করে আগামী ১৭ অক্টোবর, ২০২২ইং তারিখে অনুষ্ঠিতব্য সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর (আপনার নিকট আত্মীয়) পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার-প্রচারনার অভিযোগ রয়েছে।
এমতাবস্থায়, গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবেনা তা আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বরাবর লিখিত ভাবে কারন দর্শাতে নির্দেশ প্রদান করা হলো। অন্যতায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্যাডে উল্লেখ করা হয়।