সুনামগঞ্জ পৌর শহরে ক্ষতিগ্রস্থ ২২০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ অবিরাম বৃষ্টিপাতের ফল সৃষ্ট বন্যায় সুনামগঞ্জ পৌর শহরের বলকা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ২২০ টি পরিবারের মাঝে মুড়ি,চিড়া,গুড়,মোমবাতি,দিয়াশলাই,বিশুদ্ধকরণ ট্যাবলেট,ওরস্যালাই ও মোমবাতি বিতরণ করা হয়েছে।শুক্রবার বাদজুম্মা প্যৌরসভার উদ্যোেেগ বলাকা এলাকায়ঐ সমস্ত এলাকার পানিবন্দী মানুষজনের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল,পৌর আওযামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার প্রমুখ।মেয়র নাদের বখত বলেছেন করোনা ভাইরাসের পাশাপাশি এই আকস্মিক বন্যায় সুনামগঞ্জ পৌর শহরে ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাও জেলা প্রমাসক মোহাম্মদ আব্দুল আহাদের নির্দেশে ত্রান কার্যক্রম অব্যাহত রয়েছে।আগামীতে যেকোন দূর্যোগে আমার পৌরবাসীকে ত্রান কার্যক্রমসহ সকল ধরনের সাহায্য সহযোগিতা করতে তিনি সব সময় বদ্ধপরিকর বরে ও আশ্বস্থ করেন।