সুনামগঞ্জ সাকিব হোটেলে নগদ টাকাসহ তিন প্রতারক আটক
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ পৌরসভার জামাইপাড়া এলাকায় আবাসিক সাকিব হোটেলে পুলিশ অভিযান চালিয়ে নগদ ৬ হাজার ৬০৬ টাকা,৬টি এন্ডোয়েট মোবাইল,কোরআন শরীফসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অজুহাত দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া ৩জন প্রতারককে আটক করা হয়েছে। আরো কয়েকটি চক্রের সদস্যরা শহরের বিভিন্ন জায়গাতে অবস্থান করছে বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়।
মঙ্গলবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই প্রদীপ কুমার চক্রবর্তী ও এ এস আই মো. সাইফুলের নেতৃত্বে পুলিশের একটি দল সাকিব হোটেলের ১১৩ ও ১১৪ নং রুমে অভিযান চালিয়ে প্রতারকচক্রের সদস্যদের আটক করেন। আটককৃতরা হলেন,মো. আল আমীন(২৫)। সে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সিকন্দর নগর বালিপাড়া গ্রামের সালেহ রহমানের ছেলে,মো. আকিব(১৫),সে এই গ্রামের আনজু মিয়ার ছেলে এবং অপরজন একই গ্রামের দীন ইসলামের ছেলে। তারা গত ১১ ফেব্রুয়ারী থেকে সুনামগঞ্জ শহরের এই আবাসিক হোটেলে অবস্থান করে আসছিলেন। তাছাড়া এই চক্রের বাসাবাড়িতে সুযোগ বুঝে বিভিন্ন অজুহাত দেখিয়ে ঢুকে চুরির ও অভিযোগ রয়েছে। তাদের নিকট নগদ ৬ হাজার ৬০৬ টাকা,৬টি এন্ডোয়েট মোবাইল,কোরআন শরীফ পুলিশ উদ্ধার করেন।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই প্রদীপ কুমার চক্রবর্তী ৩জন প্রতারক আটকের সত্যতা নিম্চিত করেছেন।