সুপ্রীম কোর্টের রায়: ব্রিটেনে ফিরতে পারবেন না শামীমা
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: আইএস এ যোগ দেয়ার উদ্দেশ্যে লন্ডন থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়া বাংলাদেশী বংশোদ্ভূত তরুণী শামীমা বেগম ব্রিটেনে ফিরতে পারবেন না। শুক্রবার যুক্তরাজ্যের সুপ্রীম কোর্ট এমন সিদ্ধান্ত জানিয়েছে।
বর্তমানে ২১ বছর বয়স্ক শামীমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য ব্রিটেনে ফিরতে চেয়েছিলেন।
কিন্তু এক সর্বসম্মত রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, তাকে ব্রিটেনে ফিরতে না দিয়ে সরকার শামীমা বেগমের অধিকার লংঘন করেনি।
তিনি এখন উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীর প্রহরাধীন একটি শিবিরে বাস করছেন।
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব লন্ডনের আরো দুজন স্কুলপড়ুয়া মেয়েসহ যুক্তরাজ্য ত্যাগ করে তুরস্ক হয়ে সিরিয়া চলে যান, এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর সাথে যোগ দেন।
তখন শামীমা বেগমের বয়স ছিল ১৫।
সেখানে তিনি একজন ডাচ জিহাদিকে বিয়ে করেন। দু বছর আগে ব্রিটেনের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে তার নাগরিকত্ব বাতিল করেন।