সুরকার আজাদ রহমান আর নেই
নিউজ ডেস্ক
সত্যবাণী
বিনোদনঃ বাংলাদেশের খেয়াল গানের জনক, প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আজাদ রহমান মারা গেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।চলচ্চিত্র পরিচালক গুলজার আহমেদ জানিয়েছেন আজাদ রহমান হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ বিকেল সাড়ে ৪টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।আজাদ রহমান উচ্চাঙ্গ সঙ্গীত ও খেয়াল গানের চর্চার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের গানে অনন্য অবদান রেখেছেন।‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’সহ অসংখ্য গানের স্রষ্টা তিনি।তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।তিনি বাংলাদেশে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।