সুরমা-কুশিয়ারার ৪ পয়েন্টে পানি বিপৎসীমার উপরেঃ সিলেটে আবার বৃষ্টি

সিলেট অফিস 
সত্যবাণী
সিলেটে টানা ৩দিন রৌদ্রজ্জ্বল আবহাওয়ার পর আজ ২৪ জুন সোমবার সকালে বৃষ্টি ঝরেছে। সকালে আবহাওয়াবিদ সজীব হোসাইন জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৪ দশমিক ১ মিলিমিটার। তবে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৫১ মিলিমিটার।
অন্যদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ডের সকাল ৯টার তথ্যানুযায়ী, সুরমা ও কুশিয়ারা নদীর ৪টি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ক্রমান্বয়ে নদ-নদীর পানি কমছে।
৪টি পয়েন্টের মধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপরে, কুশিয়ারা নদীর আমলসিদ পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, জেলা প্রশাসন ও আবহাওয়া অফিস সূত্রে জানা জানা গেছে, ২৮ জুন থেকে সিলেটে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আগাম সতর্ক থাকতে বলেছে জেলা প্রশাসন।

You might also like