সুরমা-কুশিয়ারায় পানি বাড়ছেই

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট অঞ্চলের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারায় পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। অন্য নদীগুলোতেও বাড়ছে পানি। রোববারের চেয়ে গতকাল সোমবার সব পয়েন্টেই পানি বেড়েছে। এই পরিস্থিতিতে ফের বন্যার ঝুঁকিতে রয়েছে সিলেট।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট অফিস থেকে প্রাপ্ত তথ্য বলছে, রোববার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ছিল ৯.৮৮ মিটার। সোমবার দুপুর ১২টায় পানিসীমা দাঁড়ায় ১০.৩৯ মিটারে। অর্থাৎ ১৮ ঘন্টার ব্যবধানে ৫১ সেন্টিমিটার বেড়েছে পানি।

এ নদীর পানি কানাইঘাট পয়েন্টে রোববার ছিল ১২.৪৬ মিটার; গতকাল দুপুরে হয় ১৩.৪৮ মিটার। কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে রোববার সন্ধ্যায় ছিল ১৪.৪২ মিটার। সোমবার দুপুরে হয়েছে ১৪.৬৫ মিটার। শেওলা পয়েন্টে এ নদীর পানি রোববার ছিল ১২.১৪ মিটার; গতকাল দুপুরে দাঁড়ায় ১২.২৮ মিটারে।শেরপুর পয়েন্টেও কুশিয়ারার পানি বেড়েছে। এখানে রোববার পানিসীমা ছিল ৭.৬৮ মিটার; সোমবার দুপুরে হয়েছে ৭.৭০ মিটার।কুশিয়ারার পানি বাড়ছে ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও। রোববার সন্ধ্যায় এখানে পানিসীমা ৯.৪৯ মিটার ছিল। সোমবার পানি বেড়ে হয়েছে ৯.৭৮ মিটার।এদিকে, কানাইঘাটের লোভা নদীর পানিও বাড়ছে। রোববার এ নদীর পানিসীমা ছিল ১২.৮৩ মিটার; গতকাল হয়েছে ১৪.১৫ মিটার।বেড়েছে সারি নদীর পানিও। রোববার সন্ধ্যায় এ নদীর পানিসীমা যেখানে ১০.৪৪ মিটার ছিল, সোমবার হয়েছে ১১.৭৫ মিটার।

You might also like